Friday, April 18, 2014

হৈমন্তী


                         হৈমন্তী

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)

কবি পরিচিতি

* উপাধি- মহাকবি, ছদ্মনাম- ভানুসিংহ (এ ছদ্মনামে তাঁর ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ কাব্য রচনা করেন) ।
* জন্মঃ- ১৮৬১ সালের ৭ মে (বাংলায় ১২৬৮ সালের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ।
* মৃত্যুঃ- ১৯৪১ সালের ৭ আগষ্ট (বাংলায়ঃ- ১৩৪৮ সালের ২২ শ্রাবণ) ।
* পিতার নামঃ- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর । মাতাঃ- সারদা দেবী ।
* পিতামহঃ- প্রিন্স দ্বারকানাথ ঠাকুর । মাতামহীঃ- দিগম্বরী দেবী ।
* শ্বশুর বাড়ীঃ- খুলনা ।
* তিনি বাংলা ছোটগল্পের পথিকৃত ।
* প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “বনফুল” (১৮৭৫) ।
* ১৯১৫ সালে নাইটহুড/ স্যার উপাধি দেয় ব্রিটিশ সরকার
* ১৯১৯ সালে নাইটহুড/ স্যার উপাধি ত্যাগ করেন (জালিওয়ানয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে) ।
* স্ত্রীর নামঃ ভবতারিণী দেবী । রবীন্দ্রনাথ পরে এ নাম পাল্টে রাখেন- মৃণালিনী দেবী (১৮৮৩) ।
* রবীন্দ্রনাথ ঠাকুর পিতা-মাতার চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র । ভাইবোনের সংখ্যা ১৫ জন ।
* প্রথম কবিতাঃ- হিন্দু মেলার উপহার ।
* প্রথম প্রকাশিত নাটকঃ- বাল্মীকি প্রতিভা ও রুদ্রচন্দ্র (১৮৮১) ।
* প্রথম উপন্যাসঃ- বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩) ।
* প্রথম প্রকাশিত ছোটগল্পঃ- ভিখারিণী (১৮৮১) ।
* প্রথম গদ্যগ্রন্থঃ- রাশিয়ার চিঠি ।
* কবিতা লেখা শুরু- ৮ বছর বয়সে ।
* প্রথম প্রকাশিত কাব্যঃ- কবিকাহিনী (১৮৭৮) ।
* প্রথম প্রকাশিত প্রবন্ধঃ- বিবিধ প্রসঙ্গ (১৮৮৩) ।
* প্রথম রচনা সংকলনের নামঃ- চয়নিকা (১৯০৯) ।
* রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য- সঞ্চয়িতা ।
* ‘শান্তিনিকেতন’ ও ‘বিশ্বভারতী’ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ।
* “রবিহারা”- এ কবিতাটি নজরুল রবীন্দ্রনাথের মৃত্যুতে রচনা করেন ।
* “কালের যাত্রা”- এ নাটকটি রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে উৎসর্গ করেন ।
* “ক্ষণিকা”- এ কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পাতিলকে উৎসর্গ করেন ।
* “চারঅধ্যায়”- এ উপন্যাস রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারের রাজবন্দীদেরকে উৎসর্গ করেন ।
* “তাসের দেশ”- এ নাটকটি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন ।
* “বসন্ত”- এ নাটকটি রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন ।
* “শেষ লেখা”- রবীন্দ্রনাথের শেষ কাব্য । তাঁর মৃত্যুর পর এটি প্রকাশিত হয় ।
* এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরষ্কার পান- ১৯১৩ সালে (গীতাঞ্জলি কাব্যের জন্য) ।
* Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B Yeats ।
* সম্পাদিত পত্রিকাঃ- ‘সাধনা’- ১৯৮৪ (মাসিক পত্রিকা) ।

কাব্যগ্রন্থঃ
কবিকাহিনী, বনফুল, সন্ধ্যাসংগীত, প্রভাতসংগীত, ছবি ও গান, শৈশব সংগীত, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, কড়ি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, কথা, কাহিনী, কল্পনা, নৈবেদ্য, স্মরণ, শিশু, খেয়া, গীতাঞ্জলি, উৎসর্গ, গীতিমাল্য, বলাকা, পূরবী, মহুয়া, বনবাণী, পুনশ্চ, শ্যামলী, বিচিত্রতা, শেষসপ্তক, বীথিকা, ক্ষণিকা, পত্রপুট, খাপছাড়া, ছড়ার ছবি, প্রান্তিক, সেজুঁতি, প্রহসিনী, আকাশ প্রদীপ, নবজাতক, সানাই, রোগ শয্যায়, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা ।

উপন্যাসঃ
গোরা, ঘরে বাইরে, চার অধ্যায়, বৌ ঠাকুরাণীর হাট, রাজর্ষি, করুণা, চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, চতুরঙ্গ, দুই বোন, মালঞ্চ, শেষের কবিতা ।

নাটকঃ
বাল্মীকি প্রতিভা, প্রকৃতির প্রতিশোধ, চিত্রাঙ্গদা, মায়ার খেলা, বিদায় অভিশাপ, রাজা ও রাণী, মুকুট, বিসর্জন, বৈকুন্ঠের খাতা, চিরকুমার সভা, শারদোৎসব, প্রায়শ্চিত্ত, শেষ রক্ষা, রাজা, বসন্ত, অচলায়তন, ডাকঘর, তাসের দেশ, রক্ত কবরী, নটীয় পূজা, ফাল্গুনী, মুক্তধারা, কালের যাত্রা, পরিত্রাণ, গোড়ায় গলদ, চন্ডালিকা, পরাজয়, শ্রাবণ, বাঁশরী ।

প্রবন্ধঃ
বিবিধ প্রবন্ধ, কালান্তর, পঞ্চভূত, সভ্যতার সংকট ।

ভ্রমণ কাহিনীঃ
রাশিয়ার চিঠি, জাপান যাত্রী ।

উৎস সংক্রান্ত তথ্যাবলীঃ
* ‘হৈমন্তী’ গল্প ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪ সালে) প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় ।
* এটি ১৯১৬ সালে প্রথম সংকলিত হয় ১৯১৬ সালে ।
* ‘হৈমন্তী’ গল্প ১৯২৬ সালে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের তৃতীয় খন্ডে সন্নিবেশিত করা হয় ।

শব্দার্থ ও টীকা
* এফ.এ. - উচ্চমাধ্যমিক বা First Arts ।
* প্রজাপতি – ব্রহ্মা (বিয়ের দেবতা) ।
* বার্ক – এডমন্ড বার্ক (১৭২৯-১৭৯৭) ইংরেজ রাজনীতিক, প্রাবন্ধিক ও বক্তা ।
* ফ্রেঞ্চ রেভোল্যুশন – ১৭৮৯ সালে সালে সংঘটিত ঐতিহাসিক ফরাসি বিপ্লবের ওপর লেখা এডমন্ড বার্কের গ্রন্থ- Reflections on the Revolution in France । এটি ১৭৯০ সালে প্রকাশিত হয় ।
* Archaeologist – পুরাতত্ত্ববিদ ।
* গৌরী – আট বছরের কন্যা ।
* রোহিণী - নয় বছরের কন্যা ।
* কুমারী – দশ বছরের কন্যা ।
* আইবুড়ো – বার বছরের কন্যা ।
* আনাড়ি – অনিপুণ ।
* জবরজঙ- পরিপাট্যহীন, বেমানান, বেঢপ ।
* মুগ্ধবোধ ব্যাকরণ – বোপদেব গোস্বামী রচিত সংস্কৃত ভাষার ব্যাকরণ- ‘মুগ্ধবোধং ব্যাকরণম’ ।
* টিপাই ( Tripod ) – তিন পায়াওয়ালা টেবিল ।
* প্রস্রবণ – ঝরনা ।
* খোট্টা – নিন্দার্থে হিন্দিভাষী লোকজন ।
* গালিচা – পুরু ফরাশ । কার্পেট ।
* নিভৃত – নির্জন
* ধ্রুব – অক্ষয়, নিত্য ।
* ওচাঁ – হেয়, জঘন্য, নিকৃষ্ট ।
* বাজখাঁই – কর্কশ ।
* মার্টিনো – ইংরেজ লেখক ।
* গঞ্জনা – ভৎর্সনা, লাঞ্ছনা ।
* অনবধানতা – মনোযোগের অভাব ।
* দক্ষিণার জোরে – টাকা-পয়সা দিয়ে ।
* রাস – শ্রীকৃষ্ণের রাসলীলা সংক্রান্ত উৎসব ।
* পঞ্চম স্বর – কোকিলের সুরলহরী, রাগবিশেষ ।

গুরুত্বপূর্ণ তথ্য

* হৈমন্তী গল্পের তিনটি দিক (দক্ষিণ, উত্তর, পশ্চিম), মাস ৩ টি (বৈশাখ, জ্যোষ্ঠ, ফাল্গুন)
* হৈমন্তী গল্পে আছে প্রত্নতাত্ত্বিক এর কথা ।
* হৈমন্তীর নাম পাঁচটি- হৈম, হৈমী, বুড়ি, হৈমন্তী, শিশির ।
* হৈমন্তীর ডাক নাম তিনটি- হৈম, হৈমী, বুড়ি ।
* হৈমন্তীর উপাধি- গিরিনন্দিনী ।
* হৈমন্তীর ছদ্মনাম শিশির ।
* এখানে দ্বিতীয় সীতা বিসর্জনের কথা বলা আছে । (শুধু সীতার কথা বলা আছে অর্ধাঙ্গীর প্রবন্ধে) ।
* ‘বটে রে তবে তবে’ – উক্তিটি অপুর বাবার (‘তবে রে ইত্যাদি ইত্যাদি’- উক্তিটি খুরার) ।
* বার্কের ফ্রেঞ্চ রেভোল্যুশনের মোট কত খাতা মুখস্ত করিতে হইবে?- পাঁচ-সাত খাতা ।
* তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে । এখানে কোন দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হচ্ছে?- কনের বয়স ও পণের টাকা ।
* তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কলপের আশীর্বাদে পুনঃপুনঃ কাঁচা হইয়া উঠে । কাদের?- নবীন ছাত্রদের ।
* রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক কাহিনী- বৌ ঠাকুরাণীর হাট ।
* ফরাসি দার্শনিক বার্গসের তত্ত্বপ্রয়োগে রচিত কাব্যগ্রন্থ- বলাকা ।
* বাংলা সাহিত্যের প্রথম মনস্ত্বাত্তিক উপন্যাস- চোখের বালি ।
* ব্রিটিশ ভারতের রাজনীতি নিয়ে রচিত উপন্যাস- ঘরে বাহিরে ।
* ‘কিন্তু একি করিতেছি একি একটা গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম ।’ বাক্যটিতে যতিচিহ্ন কতটি?- ৩ টি ।
* তাহার যে অশ্রু শুকাইয়া গেছে ! জ্যৈষ্ঠের খররৌদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রু শূন্য রোদন । কার?- অপুর ।
* যে অমৃতলোকে হৈমন্তী অক্ষয় হইয়া রহিল সেখানে কাদের আনাগোনা নেই? – ঐতিহাসিকদের ।
* কার কান্না হাসি একেবারে এক হইয়া আছে- শিশিরের ।
* হৈমন্তীর বয়স ১৭, অপুর বয়স ১৯ ।
* উভয়েরই মতামত বিদ্রোহের দুই বিভিন্ন মূর্তি । কাদের?- অপুর পিতামহ ও পিতা ।
* তাহাঁর পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিদ্রোহী । এখানে কার পিতার কথা বলা হল- অপুর পিতার পিতা/ অপুর পিতামহ
* উগ্রভাবে সমাজ অনুগামী ছিলেন- অপুর পিতা ।
* তিনি কষিয়া ইংরেজি পড়িয়া ছিলেন । কে?- অপুর পিতামহ ।
* ইনিও কষিয়া ইংরেজি পড়িয়া ছিলেন । কে?- অপুর পিতা ।
* কোন একটা মতের বালাই ছিল না কার – অপুর শ্বশুরের ।
* অপু কলেজে ৩য় বর্ষে পা দিয়েছে ।
* কোন কোম্পানির জবড়জঙ জ্যাকেট?- সাহা বা মল্লিক কোম্পানি ।
* আমার সেই – বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাকে । - ঊনিশ বছরের বয়স ।
* “তাই বই-কি ! উক্তিটি কার?- হৈমন্তীর ।
* ‘সংসারে তোমার তো ঐ একটি মেয়ে ।’- উক্তিটি বনমালীর ।
* বিবাহে শ্বশুর দিয়েছে – ১৫ হাজার টাকা আর ৫ হাজার টাকার গহনা ।
* গৌরিশংকর ১৫ হাজার টাকা দিয়েছেন- ধার করিয়া ।
* সংসারের ভদ্র পদগুলোর মধ্যে সবচেয়ে ওঁচা- স্কুলের হেডমাস্টার ।
* মার্টিনোর চরিত্রতত্ব বইখানির লাইনে কোন রঙ এর পেন্সিলের লাঙল চালাইতেছে- নীল রঙয়ের ।
* মল্লিকদের বাগানে কাঞ্চন গাছ কী ফুলে আচ্ছন্ন?- গোলাপি ।
* “দেশের প্রচলিত ধর্ম-কর্মে তাহার আস্থা ছিল না ।”- কার?- অপুর দাদার ।
* ঐতিহাসিকদের আনাগোনা নেই- অমৃতলোকে ।
* হৈমন্তীর মৃত্যুর জন্য দায়ী- হিন্দুসমাজ ।
* অপু হৈমন্তীকে মুক্তি দিতে পারে না কেন?- পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে ।
* শেষের শব্দটি আছে ৯ বার ।
* আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুন বর্ণনা করিয়া প্রবন্ধ লিখিয়াছি, কোথায়?- মাসিক পত্রে ।
* আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে ।’ – উক্তিটি- গৌরিশংকরের ।
* ‘খোট্টার দেশে ডালরুটি খাইয়া মানুষ, তাই অমন বাড়ন্ত হইয়া উঠিয়াছে ।’- উক্তিটি অপুর মার ।
* ‘অ্যাঁ, এ কী ! হৈমী, এ কেমন চেহারা তোর ! অসুখ করে নাই তো?’ উক্তিটি- বনমালীর ।
* অপুর ছোট বোন- নারানী ।


[If you have any problem, comment below Or contact us]

No comments:

Post a Comment