Saturday, April 19, 2014

বাংলাদেশ


বাংলাদেশ
অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬)

* রবীন্দ্রনোত্তর যুগের অন্যতম প্রধান কবি অমিয় চক্রবর্তী এক সময় ছিলেন রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ।
* জন্মঃ ১৯০১ সালের ১০ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরে ।
* তাঁর পিতাঃ দ্বিজেশ্চন্দ্র চক্রবর্তী ।
* অমিয় চক্রবর্তী ১৯২৬ সালে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও সাহিত্যে এম.এ ডিগ্রি লাভ করেন ।
* তিনি অক্সফোর্ডে লেখাপড়া করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে নিয়োজিত হন ।
* তিনি ১৯৪০ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন ।
* তিনি ১৯৬০ সালে ইউনেস্কো পুরস্কারে ভূষিত হন ।
* তিনি ১৯৭০ সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন ।
* তিনি ১৯৮৬ সালে মৃত্যুবরণ করেন ।
* তাঁর প্রথম কাব্যগ্রন্থ- খসড়া (রবীন্দ্রপ্রভাব বর্জিত) ।

গুরুত্বপূর্ণ তথ্য
* ‘গড়েছে আত্মীয় পল্লী’ কোথায় গড়েছে- যমুনা-পদ্মার তীরে ।
* ‘আম-জাম-নারকেল ঘেরা’- কোথায়- রূপোলি জলের ধারে ।
* কোন ধানের কথা আছে- আমন ধান ।
* এখানে মরু-পশু বলতে বুঝিয়েছেন- পাকিস্তানি সেনা বাহিনীকে ।
* ‘বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে, এর পূর্বের লাইন- এ জন্মেই ।
* নদীর নাম আছে- ২ টি ।
* ১ম স্তবকে লাইন- ১২ টি, ২য় স্তবকে লাইন- ১৪টি, ৩য় স্তবকে লাইন- ৭টি, ৪র্থ স্তবকে লাইন- ১টি ।
* ১ম স্তবকে বাংলাদেশের পরিচয়, ২য় স্তবকে হানাদার বাহিনীর হত্যাকান্ড, ৩য় স্তবকে হত্যাকান্ডের প্রতিক্রিয়া, ৪র্থ স্তবকে বাংলাদেশের বিজয় নিহিত ।
* বাংলাদেশ ব্যবহার হয়- ৪ বার, মোট লাইন- ৩৪টি।
* কারা অস্ত্র হাতে নামে- সান্ত্রী কাপুরুষ ।
* কোন রাষ্ট্রের রক্ত পতাকা তোলে- অধম ।

উৎস
* অমিয় চক্রবর্তীর ‘বাংলাদেশ’ কবিতাটি তাঁর ‘অনিঃশেষ’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে । দীর্ঘ কবিতাটির কেবল প্রথমাংশ এখানে সংকলিত ।
* বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ।
* কবিতাটি ১৮ মাত্রার প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত ।
* প্রতি চরণে দুটি পর্ব- ৮+১০ ।

শব্দার্থ ও টীকা
হন্তারক--- হত্যাকারী ।
সান্ত্রী কাপুরুষ--- ভীরু পাকিস্তানি বাহিনী ।
স্বর্ণশ্যাম--- সোনালি-শ্যামল ।
পুন্যাহ--- কর্ম অনুষ্ঠানের শুভ বা পবিত্র দিন ।
ধারাবাহী--- অবিচ্ছিন্ন ।

সাহিত্যকর্মঃ

কাব্যগ্রন্থ
একমুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পারাপার, পালাবদল, পুষ্পিত ইমেজ, অমরাবতী, ঘরে ফেরার দিন, অনিঃশেষ, হারানো অর্কিড, দূরবাণী, চলো যাই, পুরবাসী, লিরিক-কণিকা, খসড়া ।
*তাঁর পারাপার ও পালাবদল কাব্যের পটভূমি চার মহাদেশ-পরিব্যাপ্ত ।

No comments:

Post a Comment