অর্ধাঙ্গী
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)
* বাঙ্গালি মুসলিম সমাজে নারী-জাগরণের পথিকৃৎ- বেগম রোকেয়া ।
* রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ।
* ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন ।
* পিতাঃ আবু আলী হায়দার সাহেব ।
* মাতাঃ- বাহাতুন নেসা সাহেবা চৌধুরাণী ।
* পৈত্রিক নামঃ রোকেয়া খাতুন । বিবাহের পর নামের শেষে সাখাওয়াত হোসেন যুক্ত হয় ।
* সংক্ষেপ নাম- মিসেস আর. এস. হোসেন ।
* বিখ্যাত গ্রন্থঃ- অবরোধ বাসিনী (১৯২৮) ।
* তিনি Sultana’s Dream নামে একখানা ইংরেজি গ্রন্থ রচনা করেন এবং পরে ‘সুলতানার স্বপ্ন’ নামে তার বাংলা অনুবাদ করেন ।
* তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে- পদ্মরাগ, অবরোধ বাসিনী, মতিচূর, সুলতানার স্বপ্ন, ডিলিসিয়া হত্যা ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
* আবেগধর্মী যুক্তিপ্রধান রচনা- অর্ধাঙ্গী ।
* এ প্রবন্ধের প্রধান বিষয়- নারী জাগরণের পক্ষে লেখিকার সুচিন্তিত ও বলিষ্ঠ মতামত ।
* অর্ধাঙ্গী প্রবন্ধে কালী, সীতা ও শীতলা দেবীর নাম আছে ।
* রবীন্দ্রনাথের ‘নব দম্পতির প্রেমালাপ’ কবিতার নয় লাইন আছে ।
* পক্ষপাতিত্বনাই- মাতৃ-হৃদয়ে ।
* ভারতে ভদ্র মহিলারা কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে ।
* ‘আমাদের একটাই রোগ আছে দাসত্ব ।’ বেগম রোকেয়া কথাটি বলেছেন- স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে ।
* কোনো একটা নূতন কাজ করতে গেলে সমাজ প্রথমত- গোলযোগ উপস্থিত করে ।
* কোন মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হয় নাই- পার্সি মহিলাদের ।
* কারা অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করে স্ত্রীদের পর্দার বাহিরে এনেছেন- পার্সি পুরুষগণ ।
* সীতা ছিল রামচন্দ্রের- অর্ধাঙ্গী/ রাণী/ প্রণয়ণী/ সহচরী ।
* রামচন্দ্র স্বামীত্বের ষোলআনা পরিচয় দিয়েছেন ।
* ‘আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়’ (একচক্র –পতি, অন্যচক্র- পত্নী) উক্তিটি- শুল্ককেশ বুদ্ধিমাঙ্গণদের ।
* যে কর্তব্য অতি গুরুতর, সহজ নহে- তা’হল- জীবনের কর্তব্য ।
* ‘যে শকটের একচক্র বড় এবং একচক্র ছোট সে কেবল একই স্থানে ঘুরিতে থাকিবে- গৃহ কোণ ।
* ‘তবে সেখানে গৃহিনীর না যাওয়াই ভাল’- কোন স্থানে- সূর্যমন্ডলে ।
* ‘শেষে তিনি প্রশ্ন করলেন,’ কে প্রশ্ন করলেন?- জনৈক বন্ধু ।
* অপার্থিব সম্পত্তি- পিতার স্নেহ, যত্ন ।
* বিবাহ হইলে বালিকা ভাবে- ‘যাহা হোক, পড়া হইতে রক্ষা পাওয়া গেল ।
* ‘যে আদর স্নেহ জগতে অতুল’ কোন আদরকে বোঝানো হইয়াছে- কন্যার প্রতি পিতার স্নেহ ।
* নারীরা কিসের অভাবে অবনত হইয়াছে?- উপযুক্ত শিক্ষার অভাবে ।
* ভারতে কোন দুই লোক অলস?- ভিক্ষু ও ধনবান ।
* ভারতে কারা কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে?- ভদ্র মহিলারা ।
* শেষ লাইন- ‘আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গী প্রচলিত হইবে ।
* মনে করুন কোন স্থানে--- দিকে একটি বৃহৎ দর্পণ আছে ।’- কোন দিকে?- পূর্ব দিকে ।
* কৃতিত্বঃ- কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা ।
শব্দার্থ ও টীকা
* পার্সি---পারস্য দেশের অর্থাৎ ইরানি ।
* ছত্র---ছাতা ।
* কলম্বস--- ক্রিস্টোফার কলম্বস (১৪৪৭-১৫০৬) প্রসিদ্ধ ইতালীয় নাবিক এবং আমেরিকা মহাদেশের আবিষ্কর্তা ।
* বাতুল--- পাগল, উন্মাদ ।
* স্বত্ব-স্বামিত্ব--- অধিকার ও মালিকানা ।
* সীতা---মিথিলরাজ জনকের কন্যা ও রামের স্ত্রী ।
* রামচন্দ্র--- দশরাথ ও কৌশিল্যার পুত্র ।
* শুক্লকেশ- পাকা চুল ।
* শঙ্কট--- গাড়ী, যান ।
* রাসভকর্ণ--- গাধার কান ।
* বোধোদয়--- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত ‘শিশুশিক্ষা’ তৃতীয় ভাগ বইয়ের নাম । এটি প্রথম প্রকাশিত হয় ১৮৫১ সালে ।
* ওয়াড় – লেপ-বালিশের আবরণ ।
* তুলাদন্ড—দাঁড়িপাল্লা ।
* চর্য্যচোষ্য—চিবিয়ে ও চুষে খেতে হয় এমন ।
* এফ.এ—First Arts । বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায় ।
* পয়জার --- জুতা ।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)
* বাঙ্গালি মুসলিম সমাজে নারী-জাগরণের পথিকৃৎ- বেগম রোকেয়া ।
* রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ।
* ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন ।
* পিতাঃ আবু আলী হায়দার সাহেব ।
* মাতাঃ- বাহাতুন নেসা সাহেবা চৌধুরাণী ।
* পৈত্রিক নামঃ রোকেয়া খাতুন । বিবাহের পর নামের শেষে সাখাওয়াত হোসেন যুক্ত হয় ।
* সংক্ষেপ নাম- মিসেস আর. এস. হোসেন ।
* বিখ্যাত গ্রন্থঃ- অবরোধ বাসিনী (১৯২৮) ।
* তিনি Sultana’s Dream নামে একখানা ইংরেজি গ্রন্থ রচনা করেন এবং পরে ‘সুলতানার স্বপ্ন’ নামে তার বাংলা অনুবাদ করেন ।
* তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে- পদ্মরাগ, অবরোধ বাসিনী, মতিচূর, সুলতানার স্বপ্ন, ডিলিসিয়া হত্যা ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
* আবেগধর্মী যুক্তিপ্রধান রচনা- অর্ধাঙ্গী ।
* এ প্রবন্ধের প্রধান বিষয়- নারী জাগরণের পক্ষে লেখিকার সুচিন্তিত ও বলিষ্ঠ মতামত ।
* অর্ধাঙ্গী প্রবন্ধে কালী, সীতা ও শীতলা দেবীর নাম আছে ।
* রবীন্দ্রনাথের ‘নব দম্পতির প্রেমালাপ’ কবিতার নয় লাইন আছে ।
* পক্ষপাতিত্বনাই- মাতৃ-হৃদয়ে ।
* ভারতে ভদ্র মহিলারা কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে ।
* ‘আমাদের একটাই রোগ আছে দাসত্ব ।’ বেগম রোকেয়া কথাটি বলেছেন- স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে ।
* কোনো একটা নূতন কাজ করতে গেলে সমাজ প্রথমত- গোলযোগ উপস্থিত করে ।
* কোন মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হয় নাই- পার্সি মহিলাদের ।
* কারা অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করে স্ত্রীদের পর্দার বাহিরে এনেছেন- পার্সি পুরুষগণ ।
* সীতা ছিল রামচন্দ্রের- অর্ধাঙ্গী/ রাণী/ প্রণয়ণী/ সহচরী ।
* রামচন্দ্র স্বামীত্বের ষোলআনা পরিচয় দিয়েছেন ।
* ‘আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়’ (একচক্র –পতি, অন্যচক্র- পত্নী) উক্তিটি- শুল্ককেশ বুদ্ধিমাঙ্গণদের ।
* যে কর্তব্য অতি গুরুতর, সহজ নহে- তা’হল- জীবনের কর্তব্য ।
* ‘যে শকটের একচক্র বড় এবং একচক্র ছোট সে কেবল একই স্থানে ঘুরিতে থাকিবে- গৃহ কোণ ।
* ‘তবে সেখানে গৃহিনীর না যাওয়াই ভাল’- কোন স্থানে- সূর্যমন্ডলে ।
* ‘শেষে তিনি প্রশ্ন করলেন,’ কে প্রশ্ন করলেন?- জনৈক বন্ধু ।
* অপার্থিব সম্পত্তি- পিতার স্নেহ, যত্ন ।
* বিবাহ হইলে বালিকা ভাবে- ‘যাহা হোক, পড়া হইতে রক্ষা পাওয়া গেল ।
* ‘যে আদর স্নেহ জগতে অতুল’ কোন আদরকে বোঝানো হইয়াছে- কন্যার প্রতি পিতার স্নেহ ।
* নারীরা কিসের অভাবে অবনত হইয়াছে?- উপযুক্ত শিক্ষার অভাবে ।
* ভারতে কোন দুই লোক অলস?- ভিক্ষু ও ধনবান ।
* ভারতে কারা কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে?- ভদ্র মহিলারা ।
* শেষ লাইন- ‘আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গী প্রচলিত হইবে ।
* মনে করুন কোন স্থানে--- দিকে একটি বৃহৎ দর্পণ আছে ।’- কোন দিকে?- পূর্ব দিকে ।
* কৃতিত্বঃ- কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা ।
শব্দার্থ ও টীকা
* পার্সি---পারস্য দেশের অর্থাৎ ইরানি ।
* ছত্র---ছাতা ।
* কলম্বস--- ক্রিস্টোফার কলম্বস (১৪৪৭-১৫০৬) প্রসিদ্ধ ইতালীয় নাবিক এবং আমেরিকা মহাদেশের আবিষ্কর্তা ।
* বাতুল--- পাগল, উন্মাদ ।
* স্বত্ব-স্বামিত্ব--- অধিকার ও মালিকানা ।
* সীতা---মিথিলরাজ জনকের কন্যা ও রামের স্ত্রী ।
* রামচন্দ্র--- দশরাথ ও কৌশিল্যার পুত্র ।
* শুক্লকেশ- পাকা চুল ।
* শঙ্কট--- গাড়ী, যান ।
* রাসভকর্ণ--- গাধার কান ।
* বোধোদয়--- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত ‘শিশুশিক্ষা’ তৃতীয় ভাগ বইয়ের নাম । এটি প্রথম প্রকাশিত হয় ১৮৫১ সালে ।
* ওয়াড় – লেপ-বালিশের আবরণ ।
* তুলাদন্ড—দাঁড়িপাল্লা ।
* চর্য্যচোষ্য—চিবিয়ে ও চুষে খেতে হয় এমন ।
* এফ.এ—First Arts । বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায় ।
* পয়জার --- জুতা ।
* এন্ট্রান্স --- প্রবেশিকা, বর্তমান মাধ্যমিক বা এসএসসি
।
* শমস-উল-ওলামা--- জ্ঞানীদের উপাধি । এর অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য ।
* নজম-উল-ওলামা--- জ্ঞানীদের মধ্যে নক্ষত্র ।
* তরঙ্গিনী--- নদী ।
* কাদ্মবিনী—মেঘমালা ।
* সূত্রধর--- কাঠের মিস্ত্রী ।
* শামলা--- শালের পাগড়ি ।
* কলিযুগ—হিন্দু পূরাণে বর্ণিত ৪র্থ যুগ । কলিযুগ অধর্মের যুগ ।
উৎস
* অর্ধাঙ্গী প্রবন্ধটি রোকেয়ার ‘মতিচূর’ নামক প্রবন্ধের প্রথম খন্ড থেকে নেয়া হয়েছে ।
* মতিচূর প্রবন্ধে মোট প্রবন্ধ সংখ্যা- ৭ ।
* মতিচূর ১৯০৫ সালে সর্বপ্রথম প্রকাশিত হয় ।
* শমস-উল-ওলামা--- জ্ঞানীদের উপাধি । এর অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য ।
* নজম-উল-ওলামা--- জ্ঞানীদের মধ্যে নক্ষত্র ।
* তরঙ্গিনী--- নদী ।
* কাদ্মবিনী—মেঘমালা ।
* সূত্রধর--- কাঠের মিস্ত্রী ।
* শামলা--- শালের পাগড়ি ।
* কলিযুগ—হিন্দু পূরাণে বর্ণিত ৪র্থ যুগ । কলিযুগ অধর্মের যুগ ।
উৎস
* অর্ধাঙ্গী প্রবন্ধটি রোকেয়ার ‘মতিচূর’ নামক প্রবন্ধের প্রথম খন্ড থেকে নেয়া হয়েছে ।
* মতিচূর প্রবন্ধে মোট প্রবন্ধ সংখ্যা- ৭ ।
* মতিচূর ১৯০৫ সালে সর্বপ্রথম প্রকাশিত হয় ।
* অর্ধাঙ্গী প্রবন্ধটি ১৩১১ সনের আশ্বিন সংখ্যা ‘নবনূর’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ।
No comments:
Post a Comment